ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ত্রিপুরাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এছাড়া আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসে যথাযথ মর্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।



এদিন সকাল স্থানীয় সময় ৮টায় আগরতলার কুঞ্জবন এলাকার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহম্মদ শেখওয়াত হোসেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ করেন কর্মকর্তারা।

এরপর ভাষা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম অফিসার মোহম্মদ মনিরুজামানসহ মুক্তিযুদ্ধের সময় আগরতলার আলোকচিত্রী রবীন সেনগুপ্ত, আগরতলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বুদ্ধিজীবী প্রমুখ।

এ অনুষ্ঠানে যোগদিতে ঢাকার কেন্দ্রীয় খেলাঘর আসর থেকে ১৮ জনের একটি প্রতিনিধি দল আগরতলায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।