ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা কলকাতা বিমানবন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা কলকাতা বিমানবন্দরে

কলকাতা: কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ও দেশের মধ্যে- দু’ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।



মঙ্গলবার (৮ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বিমানবন্দরে হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিমানবন্দরে গাড়ি প্রবেশের ক্ষেত্রেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, বিভিন্ন বলয়ে একাধিক বার প্রতিটি যানবাহনের পরীক্ষা করা হবে।

প্রতিদিন যাত্রীদের পৌঁছে দিতে ও তাদের গ্রহণ করতে বহু মানুষ বিমানবন্দরে আসেন। তারা যাত্রীদের সঙ্গে বেশ কিছুটা ভিতর পর্যন্তও যান। কয়েক বছর আগে ভিতরে যাওয়ার বিষয়টি কিছুটা নিয়ন্ত্রিত করা হয়।

নতুন এ সিদ্ধান্তে যাত্রী ছাড়া কেউই বিমানবন্দরের ভিতরে ঢুকতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ০৮ মার্চ , ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।