ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস

কলকাতা: প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। ইশতেহারে জোর দেওয়া হয়েছে উন্নয়নের দিকে।

জিতলে আগামী পাঁচ বছর কি কি কাজ করবে তৃণমূল কংগ্রেস সরকার তার একটা পরিকল্পনা তুলে ধরা হয়েছে এতে।

নির্বাচনী ইশতেহার প্রকাশ করে মমতা বলেন, ২০১১ সালের বিধানসভা নির্ব‍াচনের আগে যে ইশতেহার প্রকাশ করা হয়েছিল সে সমস্ত কাজের থেকে অনেক বেশি কাজ করেছে তৃণমূল কংগ্রেস সরকার।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি কম দিয়েছে, কিন্তু কাজ করেছে বেশি।

এদিন তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সভা সমিতির কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী দিনে শিল্প স্থাপন ও তরুণ প্রজন্মে উপর ভিত্তি করেই গড়ে উঠবে নতুন পশ্চিমবঙ্গ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।