ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজিবি-বিএসএফ যৌথ মহড়ায় কার্গো জাহাজে তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিজিবি-বিএসএফ যৌথ মহড়ায় কার্গো জাহাজে তল্লাশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সুন্দরবনে চলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ মহড়া। রোববার (১৩ মার্চ) ছিল এ মহড়ার দ্বিতীয় দিন।



এদিন মহড়ায় অংশ নেওয়া দুই বাহিনীর সদস্যরা যৌথভাবে সুন্দরবনের নদীতে কার্গো জাহাজগুলোয় পরিদর্শন ও তল্লাশি চালিয়েছেন।

মহড়া উপলক্ষে রোববার বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল সন্দীপ সালুকে, আইপিএস বিজিবি-এর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার খন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, এডিজি ও মোহম্মদ ইকবাল হোসেন, ডিডিজি, সেক্টর কমান্ডার বাংলাদেশসহ অন্যান্য কর্মকর্তাদের অভ্যর্থনা জানান।

এই যৌথ মহড়ায় জলযান ছাড়াও অংশ নিচ্ছে প্রশিক্ষিত ‘ডগ স্কোয়াড’। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, এ ধরনের মহড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সীমান্ত নিরাপত্তা আরো উন্নত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, শনিবার (১২ মার্চ) শুরু হয়েছে ‘সুন্দরবন মৈত্রী’ নামের তিনদিনের এ মহড়া। চলবে সোমবার (১৪ মার্চ) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
ভিএস/আরএইচ

**সুন্দরবনে বিজিবি-বিএসএফ’র যৌথ মহড়া শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।