ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আগরতলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসে দিবসটি উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহম্মদ শেখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসের কর্মকর্তা, কর্মীসহ ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তিরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর উপস্থিত সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সব শেষে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।