ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ডেঙ্গু জ্বরে দুই শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
কলকাতায় ডেঙ্গু জ্বরে দুই শিক্ষার্থীর মৃত্যু

কলকাতা: বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে কলকাতায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এতে আক্রান্ত হয়ে সোমবার (০১ আগস্ট) কলকাতার সল্টলেক এলাকার বিখ্যাত বিদ্যালয় ‘ভারতীয় বিদ্যাভবন’র দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়েছে।

মৃতদের নাম- বিভস্বান গুহ ঠাকুর (৮) ও পূর্বিতা হাজরা (৮)।

এদিকে, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর আসতেই বিদ্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পরেন অন্য অভিভাবকরা। বিদ্যালয় চত্বরে জমা জল ও জঞ্জালের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

পুলিশ উপস্থিত হলে অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ  এবং অভিভাবকদের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয় একদিন বিদ্যালয় বন্ধ রেখে মশামুক্ত করার কাজ করা হবে।

যদিও অভিভাবকদের তরফে জানা গেছে আগামী শুক্রবারের (০৫ আগস্ট) আগে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না। এরপর বিদ্যালয়ের তরফে শুক্রবার পর্যন্ত বন্ধের নোটিস জারি করা হয়।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।