ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রকাশ্যে আনা হচ্ছে কবিগুরুর চিতাভস্ম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
 প্রকাশ্যে আনা হচ্ছে কবিগুরুর চিতাভস্ম

কলকাতা: মৃত্যুর ৭৫ বছর পর প্রকাশ্যে আনা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিতাভস্ম। শান্তিনিকেতন রবীন্দ্র ভবন সূত্রে এ খবর জানা গেছে।

রবীন্দ্র ভবনের অধ্যক্ষ তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, রোববার (০৭ আগস্ট) থেকে শুরু হওয়া একটি প্রদর্শনীতে এ বিরল স্মৃতিচিহ্নের সঙ্গে আরও বেশ কিছু বিরল সামগ্রী প্রকাশ্যে আনা হবে।

এই প্রথম সাধারণের জন্য উন্মুক্ত কোনো প্রদর্শনীতে কবিগুরুর চিতাভস্ম রাখা থাকবে।
 
প্রদর্শনীতে থাকবে গান্ধীজীর লেখা বেশ কিছু চিঠি এবং কয়েকটি টেলিগ্রাম। যেখানে কবির শারীরিক অবস্থার বিষয়ে চিন্তা প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছেন গান্ধীজী।

জানা গেছে, কবিগুরুর জীবনের শেষ লগ্নে লেখা কিছু সাহিত্য কর্মের সঙ্গে স্থান পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কবিতাটি।
 
থাকবে শান্তিনিকেতনে কবির ব্যবহার করা শেষ চেয়ার থেকে শুরু করে কবির জীবনের শেষ দিকে ব্যবহৃত আরও কিছু সামগ্রী। এর মধ্যে অনেক সামগ্রীই আগে প্রকাশ্যে আনা হয়নি। আগামী ১৩ আগস্ট পর্যন্ত রবীন্দ্র ভবনে এ প্রদর্শনী চলবে।
 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।