ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তেলের সঙ্কট সমাধানে রোল অন-রোল অফ পদ্ধতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ত্রিপুরায় তেলের সঙ্কট সমাধানে রোল অন-রোল অফ পদ্ধতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের জ্বালানি তেলের সঙ্কট সমাধানে প্রথমবারের মতো রোল অন-রোল অফ পদ্ধতিতে তেল আনবে ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়।

ত্রিপুরার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগকারী একমাত্র জাতীয় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় তীব্র জ্বালানি তেলের সঙ্কট চলছে রাজ্যে।

তাই এ সঙ্কট সমাধানে উদ্যোগী হয়েছে ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়।

জ্বালানি তেলের সঙ্কট সমাধানে এবারই প্রথম পণ্যবাহী ট্রেনে করে আনা হচ্ছে জ্বালানি তেলবাহী ট্যাংকার। আর এ পদ্ধতিকে রেলওয়ের পরিভাষায় রোল অন-রোল অফ পদ্ধতি বলা হয়।

রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড প্রথমে আসামের গৌহাটি থেকে ট্যাংকার যোগে পেট্রোল ভাঙা পর্যন্ত পাঠাবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে একটি পণ্যবাহী ট্রেন তেল বোঝাই ট্যাংকারগুলো নিয়ে  ত্রিপুরার উদ্দেশে রওয়ানা দেবে। শুক্রবার (১২ আগস্ট) ত্রিপুরার চুরাইবাড়ী রেল স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। সেখান থেকে সড়কপথে আগরতলায় নিয়ে যাওয়া হবে।

পরবর্তীতে নিয়মিতভাবে এ পদ্ধতিতে জ্বালানি তেল ও গ্যাস আনার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেল মন্ত্রণালয়ের।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।