ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হজ পালনে রওনা হলেন ত্রিপুরার হজ যাত্রীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
হজ পালনে রওনা হলেন ত্রিপুরার হজ যাত্রীরা

আগরতলা: চলতি বছর হজ পালনের উদ্দেশে ত্রিপুরার হজ যাত্রীরা বুধবার (১৭ আগস্ট) মক্কা’র উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদেরকে বিদায় জানাতে আগরতলা বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যসহ ত্রিপুরা হজ কমিটির আধিকারিকরা।

হজ যাত্রীদের সুবিধার জন্য আগরতলা বিমানবন্দরে ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে একটি অস্থায়ী হেল্প ডেক্সও খোলা হয়েছে।

এ বছর ত্রিপুরা রাজ্য থেকে মোট ৮২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে ৬১ জন পুরুষ ও ২১ জন নারী। তারা বুধবার (১৭ আগস্ট) আগরতলা থেকে প্লেনে করে কলকাতা যান, সেখানে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে চড়বেন বলে বিমানবন্দরে বাংলানিউজকে জানান ত্রিপুরা হজ কমিটির সভাপতি মোহম্মদ বসির আলী।

তিনি আরও জানান, রাজ্যের হজ যাত্রীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য হজ কমিটি ৪ জন আধিকারিককে হজ যাত্রীদের সঙ্গে কলকাতা পর্যন্ত পাঠিয়েছেন।

হজ পালন শেষে তারা ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে ফিরবেন বলে জানান সভাপতি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট  ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।