ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুড়ি জেলা থেকে ২৩ জেলার রাজ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কুড়ি জেলা থেকে ২৩ জেলার রাজ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ

কুড়িটি জেলা থেকে ২৩ জেলার রাজ্যে পরিণত হতে চলেছে পশ্চিমবঙ্গ।

কলকাতা: কুড়িটি জেলা থেকে ২৩ জেলার রাজ্যে পরিণত হতে চলেছে পশ্চিমবঙ্গ।

নতুন তিনটি জেলা হলো কালিংপং, আসানসোল ও ঝাড়গ্রাম।

রাজ্যের প্রশাসনিক ভবন ‘নবান্ন’ সূত্রে এই খবর জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী আগামী পয়লা বৈশাখের দিন এই তিনটি জেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

ইতোমধ্যেই সরকারি সর্বোচ্চ স্তরের কর্মকর্তারা প্রস্তাবিত জেলাগুলো ভ্রমণ করেছেন।

এই তিনটি অঞ্চলকে আলাদা জেলা করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন জেলা হলে এই অঞ্চলের উন্নয়নের কাজ আরও দ্রুত সম্ভব হবে বলে মনে করছে রাজ্যের প্রশাসন।

১৯৪৭ সালে স্বাধীনতার সময় জেলার সংখ্যা ছিলো ১৪। পরবর্তী সময়ে তা বেড়ে হয় ২০টিতে।

নতুন তিনটি জেলার আনুষ্ঠানিক ঘোষণা হলে ২৩ জেলার রাজ্যে পরিণত হবে পশ্চিমবঙ্গ। এছাড়া আগামী দিনে সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা আগেই জানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬

ভিএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।