চলতি বছরের জানুয়ারি মাসে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে। সেই বইয়ের প্রচারেই কলকাতা এসেছেন এই বরিষ্ঠ অভিনেতা।
শনিবার (২৮ জানুয়ারি) কলকাতার বিখ্যাত পুস্তক বিপণীর অনুষ্ঠানে ও কলকাতা লিটেরারি ফেস্টিভ্যালে অংশ নেন।
কলকাতায় এসে নিজের আত্মজীবনী সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে তিনি এক অদ্ভুত দাবি করেন।
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলা লিটারারি ফেস্টিভ্যাল থেকে কলকাতার সন্ধ্যা গড়িয়ে রাতের আকাশ দেখে তিনি দাবি করেন ভারতে দু’টি ‘টাইম জোন’ থাকা দরকার।
কলকাতা ও মুম্বাই এই দুই শহরের তুলনা টেনে তিনি বলেন, তার মতে কলকাতা ক্রমশ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠেছে।
রোববার (২৯ জানুয়ারি) ঋষি কাপুরের টুইটার একাউন্টে কলকাতা সম্পর্কে ভেসে ওঠে দু’টি শব্দ “খুব ভাল’’।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ভিএস/এজি