ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ উর্ধ্বমুখী, ভাঁড়ারে টান ভ্যাকসিনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ উর্ধ্বমুখী, ভাঁড়ারে টান ভ্যাকসিনের

কলকাতা: ভোটের মুখে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার মধ্যে সর্বাধিক সংক্রমিত কলকাতায়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে শনাক্তের সংখ্যা তিন হাজার ৬৪৯ জন। তবে বেসরকারি সূত্রে খবর সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারেরও বেশি। সরকারি মতে মৃত্যু হয়েছে আট জনের। ফলে দৈনিক সংক্রমণের হার এক লাফে পৌঁছে গিয়েছে ১০ দশমিক ১০ শতাংশে।

শনিবার (১০ এপ্রিল) রাজ্যে চলছে চতুর্থ দফার ভোট। এখনও বাকি চার দফার ভোটগ্রহণ। যা শেষ হবে ২৯ এপ্রিল। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় উদ্বিগ্ন চিকিৎসকমহল। তাঁদের মতে যে হারে শনাক্তের সংখ্যা বাড়ছে তাতে ভোট শেষ হওয়ার আগেই দৈনিক শনাক্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে।

অপরদিকে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে পশ্চিমবঙ্গে ভাঁড়ারে টান পড়েছে ভ্যাকসিনের। পরিস্থিতি এতটাই খারাপ যে মুল স্টোরে আর একটিও কোভিশিল্ড নেই। কোভ্যাক্সিন রয়েছে পনেরো হাজারের মতো। বাকি যা আছে তাতে সব মিলিয়ে খুব বেশি হলে দিন তিনেক চালানো যাবে টিকাকরণ। এই পরিস্থিতিতে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
ভিএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।