ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০২১
ত্রিপুরার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ত্রিপুরার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

আগরতলা: করোনা পরিস্থিতির মধ্যেও ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসআই।

রোববার (১৩ জুন) দুপুরে হঠাৎ করেই এনএসইউআই'র ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সের মহাকরণের মূল গেটের সামনে বিক্ষোভ করেন তারা।

রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সম্রাট বলেন, এই মহামারীর মধ্যেও সরকার পরিক্ষা নেওয়ার ব্যবস্থা করে ছাত্র-ছাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অবিলম্বে পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথকে পদত্যাগ করতে হবে। রাজ্য সরকার যদি তাদের দাবি না মানে তবে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ১৬৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।