ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০০ শতাংশ শিক্ষার্থীকে পাস করানোর দাবিতে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
১০০ শতাংশ শিক্ষার্থীকে পাস করানোর দাবিতে আন্দোলন ...

আগরতলা (ত্রিপুরা): ২০২১ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ শিক্ষার্থীকে পাস করানোর দাবিতে আন্দোলন করেছে ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া'র (এন এস ইউ আই) ত্রিপুরা প্রদেশ কমিটি।

রোববার (১ আগস্ট) আগরতলায় এনএসইউআই’র সহ-সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্য সদস্যরা।

তার দাবি যেহেতু এবছর মাধ্যমিক পরিক্ষা অনুষ্ঠিত হয়নি তাই ১০০শতাংশ ছাত্র-ছাত্রীদেরকে পাশ করাতে হবে। সেইসঙ্গে সম্রাট রায় হুমকি দিয়ে বলে যদি পর্ষদ তাদের দাবি না শুনে তবে সমগ্র রাজ্যজুড়ে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করবে।

এ প্রসঙ্গে উল্লেখ করেছে এ বছর করোনা মহামারীর কারণে পর্ষদ পরীক্ষা নিতে পারেনি। তাই ছাত্র-ছাত্রীদের আগের পরীক্ষাগুলির প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। কিন্তু ১০০শতাংশ পাশ করানোর দাবিতে রাজ্যের কয়েকটি জায়গায় ইতোমধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।