ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
ত্রিপুরায় শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাসভবন ঘেরাও করেছে ছাত্র সংগঠন এনএসইউআই।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সংগঠনটির ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে শিক্ষার্থীরা হঠাৎ করেই রাজ্যের রাজধানী আগরতলার কদমতলী এলাকায় শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেন।



সম্রাট রায় এদিনের কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বলেন, করোনা মহামারির কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে দাবি ছিলো দুটি পরীক্ষাতেই শিক্ষার্থীদের শতভাগ পাস করিয়ে দিতে হবে। কিন্তু পর্ষদ ৮০ শতাংশ শিক্ষার্থীকে পাস করিয়েছেন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ।

শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের পাশাপাশি সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সংগঠনের ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায়। তার দাবি, বাকি শিক্ষার্থীদেরও পাস করিয়ে দিতে হবে।

তিনি জানান, সরকার ৪৮ ঘণ্টার মধ্যে বাকি শিক্ষার্থীদের পাস না করালে তারা রাজনীতি বন্ধের ডাক দেবেন।  

ত্রিপুরা রাজ্যের বিশেষজ্ঞ মহলের মন্তব্য, ছাত্র সংগঠন এনএসইউআইর দাবি সম্পূর্ণ অনৈতিক। কারণ পর্ষদ আগের পরীক্ষায় প্রাপ্ত নম্বর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পাস ঘোষণা করেছে। প্রচারের আলোতে থাকার জন্য কিছু উঠতি নেতা এসব করছেন বলে অভিযোগ তাদের।

এদিকে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ান।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।