আগরতলা (ত্রিপুরা): ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনে (ইসরো) কাজ করার সুযোগ পেয়েছেন ত্রিপুরা রাজ্যের বাসিন্দা সম্বুদ্ধ মজুমদার (২৩)।
তার বাবা প্রদীপ মজুমদার ভারতীয় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার।
শনিবার (৯ অক্টোবর) বাংলানিউজকে অধ্যাপক টিংকু দাস জানান, ইসরো কর্তৃপক্ষ শুক্রবার তাদের সংস্থায় জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে সম্বুদ্ধ মজুমদারের কাজ করার বিষয়টি সুনিশ্চিত করেছে। তাকে গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরেল ইসরোর গবেষণাকেন্দ্রে কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। বিশ্বের অন্যতম বড় একটি মহাকাশ গবেষণাকেন্দ্রে কাজ করার সুযোগ পাওয়ায় স্বভাবতই খুশী তার পরিবারের সদস্য ও পরিচিত মহল।
টিংকু দাস আরও জানান, ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণা নিয়ে কাজ করার স্বপ্ন সম্বুদ্ধের। অবশেষে তার সেই স্বপ্ন সফল হয়েছে।
তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে কেরালা রাজ্যের ত্রিবান্দমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এসসিএন/জেএইচটি