ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দস্যুর আক্রমণে আহত ৩ বনকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ৮, ২০২২
ত্রিপুরায় দস্যুর আক্রমণে আহত ৩ বনকর্মী

আগরতলা (ত্রিপুরা): অবৈধ কাঠ মাফিয়াদের গোপন আস্তানায় অভিযানে গিয়ে মাফিয়াদের হামলায় আহত হয়েছেন তিন বনকর্মী।

শনিবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় অভিযান চালায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরে অফিসে কর্মরত বনকর্মীদের একটি দল। অভিযান চলাকালীন হঠাৎ প্রায় ৫০ থেকে ৬০ জন বনদস্যু অতর্কিত হামলা চালায় বনকর্মীদের ওপর।

এর মধ্যে ফরেস্ট গার্ড শংকর গোয়ালার (৫৮) জখম খুবই গুরুতর। আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শংকরকে রাজধানী আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুরা। এ সময় অবৈধ কাঠ বোঝাই একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ হয়।

বনদপ্তরের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুঙ্গিয়াকামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম দেববর্মা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।