ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোবিন্দ লাল গাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোবিন্দ লাল গাইন

ঢাকা: গোবিন্দ লাল গাইন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসে কর্মরত ছিলেন।

রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন ও পাবলিকেশন থেকে এ সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে কর্মরত পরিচালক গোবিন্দ লাল গাইনকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পূর্বক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে।

গোবিন্দ লাল গাইন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পিজিটি (আইটি) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ওইই) হতে উঅওইই ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত দায়িত্ব পালনকালে গোবিন্দ লাল গাইন মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কা সফর করেন।

বাংলাদশে সময়: ১৮৩১ ঘণ্টা, মে ০৭, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।