ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিপিএসডাব্লিউসির পাঁচ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিপিএসডাব্লিউসির পাঁচ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা

ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতকে কাজে লাগাতে পাঁচ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি)।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিপিএসডব্লিউসি প্রথম সভায় এ ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ও বিপিএসডব্লিউসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

গ্রুপগুলো হলো- অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়সংগত মানব উন্নয়ন ও টেকসই সুস্থতা; টেকসই, স্বাস্থ্যকর, স্থিতিস্থাপক পরিবেশ; রূপান্তরমূলক, অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শাসন; লিঙ্গ সমতা এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার অবসান। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ গ্রুপগুলো সরকারের পাশাপাশি জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

সভায় বক্তৃতাকালে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিইএফসহ অন্যান্য সদস্য সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন সহযোগীর আলোচনা ও নীতি সহায়তার ক্ষেত্রে সরকারের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এফবিসিসিআই।

সদ্য গঠিত পাঁচ ওয়ার্কিং কমিটির সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেন, বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়াতে এবং ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এ গ্রুপগুলো কাজ করবে।  

এসময় অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন পরিবর্তন আনতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সমর্থন করার জন্য বেসরকারি খাতের উদ্ভাবন, সহযোগিতা এবং আর্থিক সহায়তা অপরিহার্য।

এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, এলডিসি গ্রাজুয়েশনের এ সময়ে এসব ওয়ার্কিং গ্রুপ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। এসডিজি অর্জনে বেসরকারি খাতকে সামনে থেকে নেতৃত্ব দিতে এসব গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বায়ক মো. আখতার হোসেন, বিপিএসডব্লিউসির কো-চেয়ারম্যান ও বিইএফের সভাপতি আরদাসির কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির বিষয়ক সাবেক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।