ঢাকা: গরুর মাংসে সরকারের বেঁধে দেওয়া দাম মানছে না মিরপুরের মাংস বিক্রেতারা। বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ৭৬০ টাকা পর্যন্ত কেজি দরে।
শুক্রবার (২২ মার্চ) মিরপুর ১০ নম্বর সেক্টরের সেনপাড়া, ১৩ নম্বর সেক্টরের সিটিকর্পোরেশন মার্কেট, মাদ্রাসা মার্কেট, ১৪ নম্বর সেক্টরের স্টাফ কলোনি বাজার ও মিরপুরের দুই নম্বর সেক্টরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সেনপড়া আজিজুল ইসলামের মাংসের দোকানে দেখা যায় প্রতি কেজি মাংস ৭৫০ টাকা বিক্রি করছে। গরুর জবাই করে গরুর বিভিন্ন অংশ ঝুলিয়ে পাশের সড়কের মানুষের দৃষ্টি আকর্ষণ করলেও দোকানে কোনো ক্রেতা নেই। মিরপুরের দুই নম্বর সেক্টরের বাজার ও ১২ নম্বর স্টোরের সাংবাদিক আবাসিক এলাকার পাশের গরুর মাংসের দোকান দেখা যায় গরুর বিভিন্ন অংশ ঝুলিয়ে বসে কসাইরা বসে আছেন। প্রতি কেজি মাংসের দাম ৭৫০ টাকা। এসব দোকানেও কোনো ক্রেতার দেখা মেলেনি।
সরকারের বেঁধে দেওয়া দাম প্রতি কেজির মাংসের দাম ৬৬৪ টাকা । আপনারা বিক্রি করছেন ৭৫০ টাকা কেজি দরে, এমন কথার জবাবে মিরপুর-১০ এর মাংস বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, এইডা তো কথার কথা। বাস্তবে আইসেন, এইডা সম্ভব সম্ভব না।
মিরপুরের ১৩ নম্বর সেক্টরের মাংস বিক্রেতা বলেন, কম দামের মাংস খুঁজলে সরকারের বেঁধে দেওয়ার চেয়েও কম দামে পাওয়া যাইবো উজ্জ্বলের দোকানে। আমরা বিক্রি করতে পারি না।
মিরপুর কালসিতে উজ্জ্বল প্রতি কেজি গরুর মাংস বিক্রি করছেন ৬৩০ টাকা দরে। উজ্জ্বল বিতানের সামনেই আরেক দোকান শাহজালাল মাংস বিতানেও গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দুই দোকানে গরুর সঙ্গে হাড় ও চর্বি সমানুপাতিক ভাবে মিশিয়ে বিক্রি করছে। দুটি দোকানেই মাংস নেওয়ার জন্য মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে।
উজ্জ্বল জানান, কদিন আগেও ৫৯৯ টাকা কেজি দরে মাংস বিক্রি করলেও গরুর দাম বেড়ে যাওয়ার কারণে ৩৫ টাকা বাড়িয়ে ৬৩০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। তাতেও পুঁজি তোলা কঠিন হয়।
মানুষের সামনেই গরু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার কারণে মাংস নিরাপদ হয়। ৬৩০ টাকা দামও সাশ্রয়ী। এ কারণে এই দোকানে মাংস কিনতে এসেছেন বলে জানান অপেক্ষমাণ ক্রেতা আমিরুল ইসলাম।
রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ টাকা কেজি দরে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
জেডএ/এসআইএস