ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে র‍্যাংগস ইলেক্ট্রনিকসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে র‍্যাংগস ইলেক্ট্রনিকসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে র‍্যাংগস ইলেক্ট্রনিকস লিমিটেডের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৩ মে) দুপুরে মন্ত্রণালয়ে অর্থ প্রতিমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় ব্যবসাবান্ধব বাজেট প্রত্যাশা, র‍্যাংগসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রপ্তানি ও বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে র‍্যাংগস প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাস হোসেন, হেড অব রিটেইল সেলস মোসাদ্দেক উল্যাহ মুন্না ও হেড অব করপোরেট অ্যান্ড এক্সটারনাল এ্যাফেয়ার্স রাহেল রাব্বি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
জিসিজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।