ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদে প্রাথমিকভাবে ২০০ জন নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মে ১৯, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদে প্রাথমিকভাবে ২০০ জন নির্বাচিত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২০০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান ডিপার্টমেন্ট বিভাগ থেকে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগের উদ্দেশ্যে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত এসব প্রার্থীর মধ্যে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয়,  তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হয়েছে যথাক্রমে ৬৭৯৯০৯, ৬৯৮১৪০, ৭৫৩৮৫২, ৭০৮০৭৩ এবং ৭৫২১২৭ রোল নম্বরধারী।

এসব চাকরিপ্রার্থীদের চরিত্র ও প্রাক-পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য অনান্য দলিল যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।