ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১২৫ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদে হচ্ছে ব্রিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
১২৫ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদে হচ্ছে ব্রিজ

ঢাকা: ব্রহ্মপুত্র নদের ওপর ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণের কাজ পেলো ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। একই সঙ্গে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের ব্যয় ৩ কোটি ১৮ লাখ বাড়িয়েছে সরকার।

সোমবার (২৭ মে) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার পান্ডাপাড়া পাকা সড়ক পয়েস্তিরচর হয়ে মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাড় সড়কে ৪৩০০ মিটার চেইনেজে ব্রহ্মপুত্র নদীর ওপর ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকা।

সচিব বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প’ এর আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের সংশোধিত চুক্তিমূল্য (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

তিনি বলেন, ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ৭ হাজার ৬৪৩ টাকা। মুল চুক্তিমূল্য ছিল ২১ কোটি ২৫ লাখ ২২ হাজার ৫৬০ টাকা। সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ২০২ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ডিপিডিএস) ইন অ্যাসোসিয়েশন (জেভি), সাথে এসিই ঢাকা (বিডি)।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।