ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ৮টিতে

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ,  ছুটি ৮টিতে

সাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত ৮ টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকি কারখানাগুলোয় উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি।  

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।  

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দাবির মুখে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, বেড়েছে শ্রমিক অস্থিরতা। এরই ধারাবাহিকতায় শিল্প সুরক্ষায় আশুলিয়ার অন্তত ২২টি পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩(ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা বন্ধকালীন সময় কোনো বেতন পাবেন না।  

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাইপাল-আবদুল্লাহ্পুর সড়কের বাইপাইল থেকে জিরাবো, নবীনগর-চন্দ্রা মহাসড়ক, ও বিশমাইল জিরাবো সড়কসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনন্ত, মেডলার, শারমিন গ্রুপ, ডেকো, এস টুয়েন টি ওয়ান, মণ্ডল নিটটওয়্যার লিমিটেড, ম্যাংঙ্গো টেক্স, এআর জিন্স, এনভয়, স্টাইলিং গ্রুপ, ভিনটেক্স, ইয়াগী বাংলাদেশ, ক্রস ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরোনিমা, ডেবনিয়ার, দি রোজ, জেনারেশন নেক্সট, সিনসিন, ডিসান সোয়েটার ও সিগমা ফ্যাশনসহ আরও বেশকিছু পোশাক কারখানা শ্রম আইন ২০২৬ সালের ১৩(ক) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এছাড়া অস্থিতিশীল পরিস্থিতির মুখে আরও ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল ১০ টা পর্যন্ত নিউএইজ, আল মুসলিম, নাসা সুপার কমপ্লান্স, নাসা এ জে সুপার, নাসা বেসিক কমপ্লেক্স ও জণরণ সোয়েটারের উৎপাদন চলছে বলে জানা গেছে।

হা-মীম গ্রুপের একটি কারখানা বন্ধের নোটিশে লেখা রয়েছে,  দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লি., অ্যাপারেন্স গ্যালারি লি., রিফাত গার্মেন্টস লি., এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি - এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আশুলিয়া শিল্পাঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ হতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে। কারখানায় নিরাপত্তা বিভাগ ওই নোটিশের আওতামুক্ত থাকবে।

পোশাকশ্রমিকরা জানান,  সকালে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে বাসায় চলে যেত শ্রমিকরা। কিন্তু আজ বেশিরভাগ ফ্যাক্টরি ১৩ (ক) ধারায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে গেছেন। অনেকে আবার অনেক জায়গায় অবস্থান করছেন, পরিস্থিতি দেখছেন।  

শিল্পপুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোনা ধরনের সিদ্ধান্তে যেতে পারেনি। ফলে আজ সেসব কারখানা ১৩ (ক) ধারায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছ কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, জেলা পুলিশ ও শিল্পপুলিশ।  

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, সকাল ১০টা পর্যন্ত প্রায় ২২টি কারখানা ১৩(ক) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথবাহিনী।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।