ঢাকা: শীতকাল মানেই সবজির মৌসুম। হরেক রকম সবজির চাষ হয় দেশজুড়ে।
রূপগঞ্জের নাউড়া নিমেরটেক এলাকার বরুনা ২ নং ওয়ার্ডের সেলিম মিয়ার লাউয়ের ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে গাছে গাছে ঝুলছে লাউ। নিজের আবাদি ফসল পরিচর্যা করছেন সেলিম মিয়া।
সেলিম মিয়া জানান, বাবা আলী মোল্লা থেকে চাষাবাদ শিখেছেন। বছর বছর শীতকালীন সবজিচাষে ভালো লাভ আসে।
সেলিম মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, লাউয়ের জন্য উঁচু মাচা তৈরি করতে খরচ হয় প্রায় পঁচিশ হাজার টাকা। প্রতি বছর লাউ বিক্রি করে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা আয় করেন। কোনো কোনো বছর তার আয় লক্ষ টাকাও ছাড়িয়ে যায়।
সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, নিজের জমিতে লাউ চাষ করেছি। পিস ৭০ থেকে ১০০ টাকা করে বিক্রি করেছি। লাউয়ের চাষ করে এত লাভ হবে কখনো ভাবিনি। তাই আগামীতে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
সেলিম মিয়া আরও বলেন, এ লাউ বিষমুক্ত। কারণ লাউ ক্ষেতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। শুধু গোবর ব্যবহার করেছি। সেজন্য বিভিন্ন এলাকার লোকজন আমার জমিতে এসে লাউ নিয়ে যায়। এখানে পাইকাররাও আসেন। লাউ বাজারে নিয়ে যেতে হয় না।
সেলিম মিয়ার দুই ছেলে এক মেয়ে। এক ছেলেকে নিকটস্থ জলসিঁড়ি স্কুলে পড়াচ্ছেন। আরেক ছেলেকে পড়াচ্ছেন স্থানীয় কিন্ডার গার্টেন।
লাউয়ের পাশাপাশি সেলিম মিয়া লাল শাক, পালং শাক, মুলা শাক, পুঁইশাকসহ নানা রঙের শাকসবজি চাষ করেন।
তিনি জানান, চাষাবাদ করে যা আয় করেন তা দিয়ে মোটামুটি সংসার চলে যায়।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এইচএ/