ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক যুগ পর ফের সচল হচ্ছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এক যুগ পর ফের সচল হচ্ছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

নাটোর: প্রায় এক যুগের স্থবিরতা কাটিয়ে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সচল হতে শুরু করেছে। প্রায় সাড়ে ৭শ সদস্যের মধ্যে এক যুগে নাটোর চেম্বার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল প্রায় ৬শ সদস্য।

মাত্র ১৫০ জন সদস্য নিয়ে গত ১৯ অক্টোবর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।  

এরপর ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠনটিকে গতিশীল করে জেলার ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনার ঘোষণা দেন নতুন নেতৃত্ব।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে চেম্বার ভবনে জেলার ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি।  

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ।

সভায় বক্তব্য দেন- চেম্বারের সিনিয়র সহ সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, সহ সভাপতি প্রদীপ আগরওয়ালা ও পরিচালক হাবিব আহসান বাবু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ডেইলি অবজারভারের এস এম সেদরুল হুদা ডেভিড, এনটিভির হালিম খান, সময় টিভির আল মামুন প্রমুখ।

এসময় বক্তারা মংলা বন্দরের সঙ্গে নেপালের সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট সড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ, নাটোরের শিল্পক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদান, বিসিকের সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সিংড়া গ্যাস ক্ষেত্র পুনঃখননের মাধ্যমে গ্যাস অনুসন্ধান, দুইটি চিনিকলের উৎপাদন বৈচিত্র্যকরণ ইত্যাদি উদ্যোগ গ্রহণ করার জন্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।  

ফলে অনগ্রসর নাটোরের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের উন্নয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।