ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এস আলমের জালিয়াতি: তিন কর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে যাচ্ছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এস আলমের জালিয়াতি: তিন কর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে যাচ্ছে দুদক

ঢাকা: মো. সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলমের অপ্রদর্শিত ৫০০ কোটি টাকার সম্পদ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে বৈধতা দিয়ে রাষ্ট্রের ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে তিন কর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, সাবেক যুগ্ম কর কমিশনার (বর্তমানে অতিরিক্ত কর কমিশনার) সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার (বর্তমানে-যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৪, ঢাকা) এ কে এম শামসুজ্জামান ও সহকারী কর কমিশনার (বর্তমানে সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২, চট্টগ্রাম) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগসমূহ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় বর্ণিত বিষয়সমূহ কমিশনের বিশেষ তদন্ত শাখা থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।