ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে এসবিএসি ব্যাংকের ৩৯তম শাখা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
যশোরে এসবিএসি ব্যাংকের ৩৯তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের যশোর শাখার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ব্যাংকের জনসংযোগ শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি যশোরের আর এন রোডে ব্যাংকের ৩৯তম ও যশোর শাখার কার্যক্রম শুরু হয়। ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক মতিউর রহমান।

ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

এ সময় অন্যদের মধ্যে এসবিএসি ব্যাংকের পরিচালক প্রকৌশলী মো. মোখলেসুর রহমান ও হাফিজুর রহমান বাবু এবং শাখা ব্যবস্থাপক মো. সাজেদুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।