ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাট চেম্বার অব কমার্সে নির্বাচন

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
জয়পুরহাট চেম্বার অব কমার্সে নির্বাচন

জয়পুরহাট: জয়পুহাট জেলার ব্যবসা-বাণিজ্যের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পৌর শহরের বাগিচাপাড়ার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচন একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।



এ নির্বাচনে বর্তমান সভাপতি আব্দুল হাকিম মণ্ডলের নেতৃত্বে ‘ব্যবসায়ী পরিষদ’ ও আমিনুল বারীর নেতৃত্বে ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ নামে দু’টি প্যানেলে জেনারেল গ্রুপে ২৪ জন ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে প্রধান ও সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে আবুল কাশেম ঢালী, মাহবুবুল আলম ও নুরুজ্জামান মোল্লা।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম ঢালী বাংলানিউজকে জানান, জেনারেল গ্রুপের ভোটার সংখ্যা ৬০২ ও অ্যাসোসিয়েট গ্রুপের ভোটার সংখ্যা ১৬২ জন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।