ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্থগিতই থাকছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র সনদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
স্থগিতই থাকছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র সনদ

ঢাকা: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নিবন্ধন সনদ স্থগিত সংক্রান্ত চেম্বার আদালতের রায় বহাল রেখেছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
 
এতে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ স্থগিত করা সংক্রান্ত আইডিআরএ’র নির্দেশনা বহাল থাকছে।

ফলে এই সাধারণ‍ বিমা কোম্পানিটি আপাতত নতুন করে বিমা পলিসি বিক্রি করতে পারবে না।
 
এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনান‍নি শেষে চেম্বার আদালতের রায় বহাল রাখেন। একই সঙ্গে হাই কোর্টে রিট মামলাটি (নম্বর-৬৫৮০) নিস্পত্তি করতে নির্দেশ দেন।
 
শুনানিতে আইডিআরএ’র পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল ইকরামুল হক। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
 
ডেপুটি অ্যার্টনি জেনারেল ইকরামুল হক বাংলানিউজকে জানান, হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলো চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার আদালতের নির্দেশনা বহাল রেখেছে। আর রিট মামলাটি হাই কোর্টে নিষ্পত্তি করতে বলেছেন।

সন্তোষজনকভাবে পুনর্বিমা ব্যবস্থা কার্য সম্পাদনে ব্যর্থ হওয়ায় গত ২১ জুন থেকে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। একই সঙ্গে বিবন্ধন সনদ কেন বাতিল করা হবে না এই মর্মে ৩০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়।

পাশাপাশি নিবন্ধন সনদ স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো নতুন বিমা কাভার নোট, বিমা সার্টিফিকেট বা বিমা পলিসি জারি (ইস্যু) না করার নির্দেশ দেওয়া হয়। তবে ২১ জুনের আগে জারিকৃত বিমা পলিসির কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ রাখা হয়।
 
এর আগে গত ৩১ মে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আইডিআরএকে দেওয়া এক চিঠিতে স্বীকার করে স্ট্যান্ডার্ড গ্রুপের কিছু বিমা পলিসির ক্ষেত্রে মোট ৪৬ কোটি ৩৩ লাখ টাকার ঝুঁকি পুনর্বিমা করা হয়নি।
 
এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সনদ স্থগিতের সিদ্ধান্ত নেয় আইডিআরএ। এ বিষয়ে আইডিআরএ বলছে, পুনর্বিমা ব্যবস্থা হচ্ছে সাধারণ বিমার অন্যতম মূলনীতি। পুনর্বিমা ব্যবস্থায় কোনো ব্যত্যয় হলে তা কোম্পানির মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
 
এ জন্য বিমা কোম্পানিকে নিবন্ধন সনদ প্রদানের অন্যতম শর্ত হিসেবে ২০১০ সালের বিমা আইনের ৯ ধারায় পুনর্বিমা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের ১০ ধারায় সন্তোষজনকভাবে পুনর্বিমা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার ক্ষেত্রে পুনর্বিমা কোম্পানির নিবন্ধন সনদ বাতিল বা স্থগিত রাখার বিধান করা হয়েছে।
 
আইডিআরএ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে জানিয়েছে, সন্তোষজনকভাবে পুনর্বিমা ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার দায়ে বিমা আইন ২০১০’র ১০(১) (ঝ) ধারার বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির সনদ বাতিল যোগ্য। কোম্পানি চাইলে নির্দেশের বিষয়ে বিধি মোতাবেক শুনানিতে অংশগ্রহণ করতে পারে বলেও জানানো হয়।
 
এরপর আইডিআরএ’র নির্দেশনাকে চ্যালেঞ্জ করে ২৯ জুন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হাই কোর্টে রিট (নম্বর-৬৫৮০) করলে আদালত স্থগিতাদেশ দেয়। পরে এই আদাশের বিরুদ্ধে আইডিআরএ আপিল করলে ৬ জুলাই হাই কোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যাওয়ার অনুমতি দেন। এরপর পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল করলে আদালত আগামী ৩০ জুন শুনানির দিন ধার্য করেন।
 
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড পুনর্বিমা সংক্রান্ত অনিয়ম করে স্ট্যান্ডার্ড গ্রুপের পলিসিতে। ২০১৩ সালের ২৮ নভেম্বর কোনাবাড়িতে গ্রুপটির বহুতল একটি ভবন আগুনে পুড়ে যায়। এরপর  ওই অগ্নিকাণ্ডের বিমা দাবির টাকা তুলতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠে গ্রুপটির বিরুদ্ধে।

অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে আইডিআরএ। ওই তদন্ত দলের প্রতিবেদনে স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও ক্ষয়ক্ষতি জরিপকারী প্রতিষ্ঠাগুলোর পারস্পরিক যোগসাজশের চিত্র উঠে আসে।
 
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আইডিআরএ’র সদস্য সুলতান উল আবেদিন মোল্লা বাংলানিউজকে বলেন, এখন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫ (আপডেট: ১৫৫৬ ঘণ্টা)
এএসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।