ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসসিসি’র বাজেট প্রকল্প নির্ভর

তাবারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
ডিএসসিসি’র বাজেট প্রকল্প নির্ভর ছবি:বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট প্রকল্প নির্ভর। প্রস্তাবিত মোট ২ হাজার ৮৫ কোটি ৩৬ লাখ টাকার এই বাজেটের মধ্যে সরকারি, বেসকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট অংশীদারিত্ব (পিপিপি) বিভিন্ন প্রকল্প খাতে আয় ধরা হয়েছে এক হাজার ৬০ কোটি ৬৯ লাখ টাকা।


 
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন। মেয়র হিসেবে এটাই তার প্রথম বাজেট। এ বাজেট গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় তিন গুণ বেশি।
 
এছাড়া এবার সরকারি অনুদান (থোক) থেকে ২৭ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ৩০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
 
গত ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি, বেসকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট অংশীদারিত্ব (পিপিপি) বিভিন্ন প্রকল্প খাত থেকে প্রস্তাবিত আয় ধরা হয়েছিল ৭৬৩ কোটি ৯৯ লাখ টাকা যা সংশোধিত বাজেটে করা হয় মাত্র ৫৬ কোটি ২৪ লাখ টাকা।
 
অন্যদিকে, ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩২ কোটি ৯ লাখ টাকা ও অন্যান্য আয়ের খাত থেকে ১৫ কোটি ২২ লাখ টাকা।

বাজেট বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, পরিকল্পনামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তোমাদের যেসব রাস্তা-ঘাটসহ অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো প্রকল্প আকারে পাঠাও, আমরা তা যাচাই-বাছাই করে যৌক্তিকভাবে অনুমোদন করবো। সেই কারণেই এ বাজেট প্রকল্প নির্ভর।
 
যদি যৌক্তিকভাবে রাজস্ব আয় বাড়ানো যায় তাহলে প্রকল্প নির্ভরতা কমে আসবে মন্তব্য করে তিনি বলেন, এই মুহুর্তে সিটি করপোরেশনের জন্য প্রকল্প নির্ভরতা ও সরকারি অনুদানের কোনো বিকল্প নেই। এটাকে কেন্দ্র করে নাগরিকদের চাহিদা পূরণে সমন্বয় করতে প্রস্তাবিত এ বাজেটকে প্রকল্প নির্ভর করা হয়েছে বলে তিনি জানান।
 
অন্যদিকে, এ বাজেটে ব্যয়ের খাতের মধ্যে বেতন ভাতা বাবদ ১৮০ কোটি টাকা, সড়ক ও ট্রাফিক রক্ষাণাবেক্ষণ খাতে ১৮১ কোটি ৫০ লাখ টাকা, ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে ৯৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
 
বিদ্যুৎ-জ্বালানি ও গ্যাস বাবদ ৬৪ কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ কোটি, মশক নিয়ন্ত্রণে ১২ কোটি ৫০ লাখ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ বাবদ ২৫ কোটি, বিশেষ উন্নয়ন খাতে ২৮ কোটি, অপ্রত্যাশিত উন্নয়ন খাতে ২০ কোটি, কবরস্থান ও শ্মশানঘাট সংস্কার ও উন্নয়ন খাতে ৬ কোটি ২৫ লাখ, বিজ্ঞাপন-প্রচারণা ও জনসচেতনতা খাতে ৭ কোটি ৫০ লাখ, নাগরিক বিনোদন খাতে ১৬ কোটি ৩৫ লাখ এবং পরিবেশ উন্নয়ন খাতে ৫৪ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
 
মেয়র সাঈদ খোকন বলেন, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতার মাধ্যমে এই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। ইতোমধ্যে নগরীতে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, জুলাই ৩০, ২০১৫
টিএইচ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।