ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
রোববার (১৩ সেপ্টেম্বর)  দুপুরে শ্রীমঙ্গলে শেখ রাসেল শিশু উদ্যান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


 
অ্যাসোসিয়েশনের সভাপতি এম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।  
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান বাবু রনধীর কুমার দেব, সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ প্রমুখ।  
 
সাধারণ সভায় সম্পাদকীয় পেশ করেন- বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ ও বার্ষিক বাজেট পেশ করেন- সংগঠনের কোষাধ্যক্ষ  এ এইচ এম জাফর চৌধুরী।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ৫১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন।
 
সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৬৫টি চা বাগানের প্রায় আড়াই হাজার সদস্য এ সাধারণ সভায় অংশ নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।