ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে তিন দিনব্যাপী এসএমই ট্রেড ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
রাজশাহীতে তিন দিনব্যাপী এসএমই ট্রেড ফেয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড ফেয়ার।

রোববার (১৩ সেপ্টেম্বর) নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।



এ সময় তিনি বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেন মেলার কোনো বিঘ্ন না ঘটে, এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মশিউর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন। মেলায় মোট ৩৭টি স্টল স্থান পেয়েছে।

এর মধ্যে ঢাকার ৫টি ও রাজশাহীর ৩২টি স্টল রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।