ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী’ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতই তার সার্বিক চিন্তা বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ‘আয়কর মেলা-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্পদশালীদের প্রতি সপ্তাহব্যাপী এ মেলায় স্বেচ্ছায় আয়কর দেওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য মো. আব্দুর রাজ্জাক।

শিল্পমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ গড়তে আজীবন সংগ্রাম করে গেছেন। এজন্য তাকে পাকিস্তান সরকারের আমলে দুইবার ফাঁসির আসামিও হতে হয়েছে।

তিনি বলেন, এই দেশ স্বাধীন করতে ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু যখন এ দেশের উন্নয়নে সফলতার দ্বারপ্রান্তে, ঠিক তখনই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। স্বাধীনতাবিরোধীরা কখনোই চায়নি, এ দেশ সোনার দেশে পরিণত হোক।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন দেশের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। একইভাবে তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোনার দেশ গড়তেই এখন কাজ করছেন।

ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনাকে হত্যা করতে বারবার অপচেষ্টা হয়েছে। তার জীবনের ওপর বারবার হামলা হয়েছে।

তিনি বলেন, আমরা যারা শেখ হাসিনার সরকারে আছি, তারাও দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমরাও চাই দেশের মানুষ ভালো থাকুক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় যারা আয়কর দিতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেন তিনি।

রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার সরোয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, আয়কর প্রদানের সুবিধার্থে সপ্তাহব্যাপী এ মেলায় ৪১টি রিটার্ন বুথ খোলা হয়েছে। ৫৬টি রয়েছে হেল্পডেস্ক।

এছাড়া তথ্য ও মিডিয়া সেন্টার, ইটিআইএন রেজিস্ট্রেশন ও অধিক্ষেত্র বুথসহ মোট বুথের সংখ্যা ১৭২টি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।