ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থাই রাষ্ট্রদূতকে বিটিসিসিআইয়ের বিদায়ী সংবর্ধনা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
থাই রাষ্ট্রদূতকে বিটিসিসিআইয়ের বিদায়ী সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাদুরাপুচানা ইতারাংকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিটিসিসিআই)।
রোববার (০৪ অক্টোবর) সংগঠনটির ভাইস চেয়ারম্যান মো. সামছুদ্দোহার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ‍সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিটিসিসিআই-এর সভাপতি সাজ্জাতুয জুম্মা বিদায়ী রাষ্ট্রদূত মাদুরাপুচানা ইতারাংর হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে বিটিসিসিআই এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খান এবং পরিচালক ওয়াচারা চামাংওয়াং উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।