ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য সংযোগ বাড়াতে ভারত গেছেন ব্যবসায়ী প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বাণিজ্য সংযোগ বাড়াতে ভারত গেছেন ব্যবসায়ী প্রতিনিধিদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নর্থ ইস্ট কানেকটিভিটি সামিটে যোগ দিতে ভারতের শিলংয়ে গেছেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তিনিসহ ১৮ সদস্যের প্রতিনিধি দল সেখানে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী সম্মেলনে যোগ দেবেন।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট থেকে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের উদ্দেশে রওনা দেন। এছাড়া পৃথক আরেকটি প্রতিনিধি দল সোমবার (১৬ নভেম্বর) ভারত যাবেন।

এ উপলক্ষে রোববার দুপুরে সিলেট চেম্বার কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব বলেন, সম্মেলনের মূল লক্ষ্য বিবিআইএন-তথা বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের  মধ্যে আঞ্চলিক ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি। এরই মধ্যে চারটি দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী কয়েক মাসের ভেতরে চার দেশের মধ্যে রোড নেটওয়ার্ক চালু হবে।

তিনি বলেন, ভারতের সেভেন সিস্টারস খ্যাত নর্থ ইস্ট বাংলাদেশি পণ্য রপ্তানির বিপুল সুযোগ রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগাতে পারেন সিলেট চেম্বারের ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যে ট্যারিফ-নন ট্যারিফ ব্যারিয়ার দূর করা, কয়লা, চুনাপাথর ও পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার বিষয়টি তারা সম্মেলনে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ বলেন, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২য় নর্থ ইস্ট কানেকটিভিটি সামিট-২০১৫ এর আয়োজন করেছে।

আগামী ১৬ ও ১৭ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। সংবাদ সম্মেলনে সিলেট চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।