ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ টাকা এখন সরকারি মুদ্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
৫ টাকা এখন সরকারি মুদ্রা

জাতীয় সংসদ ভবন থেকে: এক টাকা ও দুই টাকার মুদ্রার পাশাপাশি পাঁচ টাকাকে সরকারি মুদ্রা করতে সংসদে বিল পাস হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫ পাসের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।



যদিও বিলটিকে একাধিক সংসদ সদস্য আরও যাচাই-বাছাই করার প্রস্তাব দেন। তাদের সেই প্রস্তাবের পক্ষে পৃথক যুক্তিও তুলে ধরেন। পরে অবশ্য তাদের সেই যুক্তি ব্যাখা করে অথমন্ত্রী তা না নেওয়ার কথা বলেন।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতক্রমে পাস হয়।

বর্তমানে শুধু এক ও দুই টাকার মুদ্রা সরকার বের করে। পাঁচ টাকা থেকে শুরু করে উপরের সব নোট বের করে কেন্দ্রীয় ব্যাংক। পাঁচ টাকার ধাতব মুদ্রা ও কাগুজে নোট উভয়ই রয়েছে বাজারে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ১৯৭২ সালের দ্য বাংলাদেশ কয়েনেজ অর্ডার দীর্ঘ ১৭ বছর পর ১৯৮৯ সালে সংশোধনপূর্বক দুই টাকার মুদ্রাকে সরকারি মুদ্রা করা হয়। এর আগে, সর্বোচ্চ এক টাকার মুদ্রা সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত হয়। ইতোমধ্যে প্রায় ২৬ বছর অতিবাহিত হয়েছে। দুই টাকার ক্রয় ক্ষমতাও আগের চাইতে অনেক হ্রাস পেয়েছে। এজন্য বর্তমানে উক্ত আইনের অধিকতর সংশোধনের মাধ্যমে পাঁচ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলো সরকারি মুদ্রায় রূপান্তর করা হলে, সরকারি মুদ্রার পরিমাণ বাজারে প্রচলিত মোট মুদ্রার এক দশমিক ৫০ শতাংশে উন্নীত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএম/এসএস

** মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপে সংসদে বিল পাস
** পৌর নির্বাচনে মেয়র দলীয়, কাউন্সিলরে নির্দলীয় ভোট
** বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পৃথক কমিশন
** সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা অন্তর্ভুক্তির চিন্তা-ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।