ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরির ঘটনায় মামলা

ছায়া তদন্ত করবে সিটি ইউনিট

শেখ জাহাঙ্গীর আলম ও নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ছায়া তদন্ত করবে সিটি ইউনিট

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাশাপাশি ছায়া তদন্ত করবে অ্যান্টি টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।  

মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে মামলা হওয়ার পরে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম মামলার তদন্ত প্রসঙ্গে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



এ বিষয়ে মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা আগে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। মামলা হয়েছে, এখন হয়তো আরও ভালোভাবে তদন্ত কার্যক্রম শুরু হবে।

এক্ষেত্রে, কতৃপক্ষ এই মামলা তদন্তের জন্য আমাদের সহযোগিতা চায়, তবে আমরা প্রস্তুত রয়েছি।

সিটি ইউনিটের প্রধান বলেন, তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভফান্ডের অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলার ছায়া তদন্ত দ্রুতই শুরু করবে সিটি ইউনিট।

বিভিন্ন সময়ে সাইবার অপরাধের ঘটনায় আমরা তদন্ত করেছি, এবং সফল হয়েছি। সর্বশেষ ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনার জড়িতদের সনাক্ত করা এবং আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি বলেও জানান তিনি।  

এ বিষয়ে মতিঝিল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, মানি লন্ডারিং আইনে করা এ মামলাটি আগ থেকেই সিআইডির নথিভুক্ত ছিলো। আনুষ্ঠানিকতা শেষে মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখনো তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করা হয়নি। আলোচনা করে এই গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করা হবে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩।

রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

রিজার্ভ চুরির বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ মার্চ) পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসজেএ/এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।