ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

`নাথিং টু সে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
`নাথিং টু সে’ অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: সচিবালয়ে অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বুধবার (১৬ মার্চ) সাক্ষাৎ করতে এসেছিলেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ এইচ হায়াত।

সাংবাদিকরাও যথারীতি সংবাদ সংগ্রহ করতে অর্থমন্ত্রীর কার্যালয়ের সামনে জমায়েত হন।



অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষা‍ৎ শেষে বের হয়ে ‍এলেন রাষ্ট্রদূত। একটু পরে বের হলেন অর্থমন্ত্রীও। কিন্তু দরজায় অপেক্ষমাণ সাংবাদিকদের দেখে ফের নিজ কার্যালয়ে ঢুকে গেলেন তিনি।

কিছুক্ষণ পরে তার ব্যক্তিগত সহকারীর (পিএস) কক্ষ দিয়ে বের হয়ে এলেন অর্থমন্ত্রী।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হোয়াট ইজ দিস? হোয়াই দ্য ক্রাউড? আই হ্যাভ নো আইডিয়া, নাথিং টু সে। ’

এ কথা বলেই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলে যান আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।