ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএনসিসিকে এডিসন গ্রুপের অনুদান

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ডিএনসিসিকে এডিসন গ্রুপের অনুদান

ঢাকা: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজধানীর বনানীতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে এডিসন গ্রুপ।  

বুধবার (১৬ মার্চ) এডিসন গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি ডিএনসিসি-এর মেয়র আনিসুল হকের হাতে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন।

এ সময় এডিসন ইলেক্ট্রনিক্সের বিজনেস ডিরেক্টর জাফরুল আলম খান, এডিসন গ্রুপের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, মেজর আবদুল মালেক মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।      

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।