ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ফজলে কবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ফজলে কবির ফজলে কবির

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ায় সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন গভর্নর ফজলে কবির।

এর আগে শনিবার (১৯ মার্চ) বিকেলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান জানান, রোববার (২০ মার্চ) থেকে নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন ফজলে কবির।



গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আতিউর রহমান। পরে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নতুন গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।