ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন এলইডি টিভির আরেক দফা দাম কমলো

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ওয়ালটন এলইডি টিভির আরেক দফা দাম কমলো

ঢাকা: আবারো দাম কমলো ওয়ালটন এলইডি টিভির। এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত।

কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কমে গেছে পণ্য উৎপাদনের খরচ। এজন্য কর্তৃপক্ষ দাম কমানোর ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষের দাবি, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন টিভির গুণগত মান আরো বেড়েছে। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফায় টিভির দাম কমায় ওয়ালটন।

ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণগত মানসম্পন্ন এলইডি টিভি দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু করেছিল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। নিজস্ব কারখানায় উৎপাদন শুরুর পর সে লক্ষ্য পূরণে অনেকদূর এগিয়েছে তারা।

গত ১৪ মার্চ থেকে হ্রাসকৃত মূল্যে বিক্রি হচ্ছে ওয়ালটন টিভি। মডেল ভেদে এলইডি টিভির দাম কমেছে ২৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ফলে এলইডি টিভির দাম ক্রেতাদের হাতের নাগালে নিয়ে এসেছে ওয়ালটন।

ওয়ালটনের প্রকৌশলীরা জানান, নতুন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি,  ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড, ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেটে গেমস এবং ভিডিও ও ছবি দেখাসহ আরো অনেক সুবিধা। যার ফলে ওয়ালটন টিভি অন্য ব্র্যান্ডগুলোর চেয়ে এগিয়ে।

ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, আমাদের লক্ষ্য বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে উচ্চ প্রযুক্তির এলইডি টিভি সরবরাহ করা। আমরা অনেকটাই সফল হয়েছি। চেষ্টা করছি আরো সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের।

ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি। পণ্যের গুণগতমান নিশ্চিত ও গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ওয়ালটন বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন সাইজের এলইডি টিভি। ওয়ালটন এখন তৈরি করছে ১৯ ও ২৪ ইঞ্চির বিভিন্ন মডেলের কালার লাইন টিভি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।