ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-ভারত বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
বাংলাদেশ-ভারত বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই

ঢাকা: বাংলাদেশ-ভারত বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেছেন, বর্তমান রাজনীতি হচ্ছে অর্থনীতিক।

সেজন্য দু’দেশের অর্থনীতিকে সমানতালে এগিয়ে নিতে হবে।
 
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিশু একাডেমির মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত জাতীয় স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দু’দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্যিক অবকাঠামোর দূর্বলতাকে সবসময় ব্যবসায়ীরা দায়ী করেন। এছাড়া কাস্টমস সারচার্জ, বেসিক কাস্টমস ডিউটি, অ্যাডিশনাল ডিউটি, কাউন্টারভেইলিং ডিউটি নামে শুল্কারোপ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত ‘সাফটা’ চুক্তির আওতায় ভারতে ২৫টি পণ্য ছাড়া সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও অধিকাংশ পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক আরোপ করা হচ্ছে বলে উদ্যোক্তারা অভিযোগ করেন।

এসব সমস্যার সমাধান হলে আজকের মৈত্রী আলোচনা সফল হবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।

সব বাণিজ্যিক দূর্বলতা অপসারণের জন্য স্থল বন্দরগুলোতে আধুনিক লজিস্টিক ও গুদাম সুবিধা সৃষ্টি করতে হবে বলে মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ খুবই কম, মাত্র ৫ শতাংশ। আন্তঃবাণিজ্য বাড়াতে সম্মিলিতভাবে ট্রেড সুবিধা জরুরি।

এসময় ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, দু’দেশের মধ্যে আন্তঃবাণিজ্য আরো জোড়ালোভাবে বাড়াতে হবে।

মৈত্রী সমিতির সভাপতি প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এফবি/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।