ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফোর্ডের গাড়িতে ৩ লাখ টাকা ছাড়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
ফোর্ডের গাড়িতে ৩ লাখ টাকা ছাড়! ছবি:পিয়াস-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নত প্রযুক্তিতে তৈরি আরামদায়ক ও উপভোগ্য ফোর্ড গাড়ির প্রতি আগ্রহের কমতি নেই গাড়িপ্রেমীদের। নতুন গাড়ি কেনার সময় তাই ফোর্ডের নামটি প্রথম সারিতে থাকে।

বিশ্বখ্যাত আকর্ষণীয় এ গাড়ি মূল্যছাড়ে কেনার সুযোগ মিলছে রাজধানীতে চলা তিনদিনব্যাপী মোটর, বাইক ও অটো যন্ত্রাংশ প্রদর্শনীতে।

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার গুলনকশা ও পুষ্পগুচ্ছ- দুই হলে চলছে এ প্রদর্শনী।

এ উপলক্ষে অনেকটা রিকন্ডিশন গাড়ির মূল্যে ফোর্ডের ব্র্যান্ড নিউ গাড়ির কেনার স্বাদ পাচ্ছেন গ্রাহকেরা।

শুক্রবার (১ এপ্রিল) প্রদর্শনীর দ্বিতীয় দিন দুপুরে ফোর্ড গাড়ির প্যাভিলিয়নে খোঁজ নিতেই পাওয়া গেলো এসব তথ্য। প্রদর্শনীতে তিনটি মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে।

আমেরিকান ফোর্ডের দৃষ্টিনন্দন এসব গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে আনোয়ার গ্রুপের এজি অটোমোবাইলস লিমিটেড। প্রদর্শনী উপলক্ষে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এজি অটোমোবাইলস লিমিটেডের এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং মো. শামসুল আরেফিন বাংলানিউজকে বলেন, ফোর্ডের গাড়ি সম্পর্কে কমবেশি সবাই জানেন। শতবর্ষেরও বেশি পুরনো এ প্রতিষ্ঠানের গাড়ির চাহিদা বাংলাদেশে দিনদিন বাড়ছেই।

তিনি বলেন, ফোর্ডের গ্রাহকদের জন্য আমেরিকা থেকে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে গাড়ি সার্ভিসিং করানো হয়। তিন বছর পর্যন্ত অথবা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া চুক্তিভেদে পাঁচ বছর পর্যন্ত অথবা এক লাখ কিলোমিটার পর্যন্ত সার্ভিস সেবা দেওয়া হচ্ছে।

প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে ফোর্ড ফিয়েস্টা ২০১৬, ফোর্ড ইকো স্পোর্ট ২০১৫ ও ফোর্ড রেঞ্জার।

ফোর্ড ফিয়েস্টা ২০১৬: একেবারেই নতুন এ মডেলের একটি লাল রঙের গাড়ির প্রদর্শন করা হয়েছে। ১৫০০ সিসির এ গাড়ির রয়েছে অনেকগুলো গুণাবলী। এরমধ্য অন্যতম হলো সেফটির জন্য সাতটি এয়ার ব্যাগ, এভিএস, পিআই, ভিসিটি ইঞ্জিন, সাউন্ড সিস্টেম (ছয়টি স্পিকার)।

২৮ লাখ ৫০ হাজার টাকা দামের এ সেডান গাড়ি কিনলে বা বুকিং দিলে মিলছে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়।

ফোর্ড ইকো স্পোর্ট ২০১৫: ১৫০০ সিসি (ক্রস ওভার) মডেলের গাড়িতে ডিজেল ও পেট্রোল দুই-ই ইঞ্জিন রয়েছে। সেডানের দামে ক্রেতারা জিপ (এসইউভি) গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। গাড়ির দাম পড়বে ২৯ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ টাকা পর্যন্ত।
 
ফোর্ড রেঞ্জার: ২২০০ সিসির টার্বো ডিজেল ইঞ্জিনের এ গাড়িটি দেখতে যেমন আকর্ষণীয় ঠিক চলাফেরাতেও রয়েছে আরাম। অনেকগুলো রঙের গাড়ি পাওয়া যাচ্ছে। ৪৩ লাখ ৫০ হাজার থেকে ৫২ লাখ টাকা পর্যন্ত দাম পড়বে।

শামসুল আরেফিন জানান, গ্রাহকদের জন্য অত্যাধুনিক গাড়ির সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে এজি অটোমোবাইলস লিমিটেড। গ্রাহকরা যেন সঠিক সার্ভিস সেবা পান সেজন্য রয়েছে দক্ষ জনবল। উত্তরা আব্দুল্লাহপুর ও গুলশান লিংক রোডে ফোর্ড’র গাড়ির শো রুম রয়েছে।

তিনদিনের প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল বাংলাদেশ। ১৪ দেশের ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক ও অটো যন্ত্রাংশ উৎপাদক এবং বিপণনকারী প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনী চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। শেষ হবে শনিবার (২ এপ্রিল)। প্রদর্শনীতে প্রবেশমূল্য ৩০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।