ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্যানারি সাভারে নিতে আবারও শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ট্যানারি সাভারে নিতে আবারও শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি

ঢাকা: অবিলম্বে হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নিতে হবে বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ট্যানারি স্থানান্তর নিয়ে সরকার আর কোনো খেলা খেলতে দেবে না।

গুটি কয়েক মানুষের জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেওয়া হবে না।

রোববার (০৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিল্পমন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, বর্তমানে সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে (সিইটিপি) ৪০-৬০টি কারখানা চালুর মতো অবস্থানে রয়েছে। দেড় মাস আগেও বলেছি, মার্চের পর থেকে হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না।

মন্ত্রী বলেন, এতে ব্যবসায়ীরা কর্ণপাত করেননি। যুগ যুগ ধরে যেসব ব্যবসায়ী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন পচে গেলেও হাজারীবাগে কোনো চামড়া ঢুকবে না। যেকোনো মূল্যে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নিতে হবে।

চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না বলে ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, আমরা গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু কাদের সংযোগ দেওয়া হবে? কেউতো আবেদনই করেনি। যারা আবেদন করবেন, তাদের এখনই গ্যাস-বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ; এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতেই এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

মেলায় সারাদেশ থেকে ১৮৩টি এসএমই প্রতিষ্ঠান ১৯৩টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়া মেলায় ক্রেতা- ক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার, তথ্য কেন্দ্রের স্টল চালু হয়েছে।

‍দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে। কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হবে না।

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ প্রদান করেছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন উদ্যোক্তাকে এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে।

মেলার চতুর্থ দিন ‘বিএসটিআই সার্টিফিকেশন প্রোগ্রাম ফর এসএমই’ এবং ‘এসএমই পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণ: নারী উদ্যোক্তা প্রেক্ষিত’ শীর্ষক দু’টি সেমিনার আয়োজন করা হবে।

পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা ২০১৬ চলবে ৭ এপ্রিল পর্যন্ত। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা যর্যন্ত।   ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।