ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবজির দাম, পাইকারি থেকে তিনগুণ খুচরা বাজারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
সবজির দাম, পাইকারি থেকে তিনগুণ খুচরা বাজারে ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি সপ্তাহে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের অনেক হেরফের লক্ষ্য করা গেছে। পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরা বাজারে সবজির দাম তিনগুণ পর্যন্ত বেশি।

শুক্রবার (১৭ জুন) রাজধানীর বাড্ডা গুদারাঘাট, কারওয়ান বাজার, কাপ্তান বাজার ও সেগুনবাগিচা বাজার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে গত সপ্তাহের থেকে এ সপ্তাহে খুচরা বাজারে কিছুটা দাম কমেছে সবজির।

রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটল ৩০ টাকা, সব ধরনের শাক ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া (ফালি) ৩০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ধনেপাতা ১'শ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, করলা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, কাকরল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ১৫ থেকে ২০ টাকা, ধনেপাতা ৩০ থেকে ৩৫ টাকা, শসা ও গাজর ২০ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, ঢেঁড়স-পটল-করলা ৮ থেকে ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রমজান উপলক্ষ্যে বেগুনের দাম বাড়তি। খুচরা বাজারে বেগুন প্রতিকেজি ৫০ টাকা। আর পাইকারি বাজারে একপালা (৫ কেজি) বেগুন ৫০ টাকা।

পাইকারি বাজার থেকে খুচরা বাজারে তিনগুন দামে বেশি দামে সবজি বিক্রি করছেন কেন? এমন প্রশ্নের জবাবে সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা ইদ্রিস বাংলানিউজকে বলেন, পরিবহন খরচ অনেক বেশি পরে। এ জন্য বেশি দামে বিক্রি করতে হয়।

সারা বছর পরিবহন খরচ দিতে হয়। তাহলে এখন কেন দ্বিগুণ থেকে তিনগুণ দামে সবজি বিক্রি করছেন? জবাবে তিনি বলেন, সামনে ঈদ নানা খাতে টাকা দিতে হয়। আর এই বাড়তি টাকা ক্রেতাদের থেকে নেয়া হয়।

অন্যদিকে পেঁয়াজ, রসুন, আলু ও ডিম কিছুটা অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে রাজধানীর খুচরা বাজারে।
রাজধানীর বাজারে পেঁয়াজ (দেশি) কেজিপ্রতি ৪০ থেকে ৪২ টাকা, পেঁয়াজ (আমদানি) ৩০ টাকা। রসুন (দেশি) ১৪০ টাকা, রসুন (আমদানি) ২'শ ২০ টাকা থেকে ২'শ ৩০ টাকা, আলু প্রতিকেজি ২২ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিম খুচরা বাজারে প্রতি হালি ৩২ টাকা ও ডজন ৯৫ টাকা। আর কারওয়ান বাজারে প্রতি হালি ২৮ টাকা ও ডজন ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশী মুরগির ডিম হালি ৪০ টাকা ও ডজন ১২০ টাকা এবং হাঁসের ডিমের হালি ৩৫ টাকা ও ডজন ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে রাজধানীর বাজারে গত সপ্তাহের অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে ব্রয়েলার মুরগি। তবে গত সপ্তাহের থেকে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি।

ব্রয়লার কেজি প্রতি ১'শ ৮০ টাকা, লেয়ার কেজি প্রতি ২'শ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী মুরগির পিস ৩'শ টাকা। পাকিস্তানি মুরগির প্রতিটি ২'শ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে বেড়ে যাওয়া দামেই বাজারভেদে দেশী মসুর ডাল ১'শ ৫০ টাকা, ছোলা ৯০ থেকে ৯৫ টাকা এবং চিনি ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে রাজধানীর বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে মাছ। রুই মাছ (ছোট) ১'শ ৫০ থেকে ১'শ ৬০ টাকা, রুই (বড়) ২'শ থেকে ২'শ ২০ টাকা কেজি, ছোট কাতলা ১'শ ৮০ টাকা ও বড় ২'শ ২০ টাকা কেজি, ছোট চিংড়ি ৪'শ টাকা কেজি, তেলাপিয়া ১'শ ৬০ থেকে ১'শ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এফবি/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।