ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপের খনন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপের খনন শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বেলা ১১টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান, মহাব্যবস্থাপক প্রকৌশলী আহমেদ হোসেন, শফিকুল ইসলাম, কোম্পানি সচিব মতিউর রহমান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক গোলাম মোরতেজাসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কূপ খনন প্রকল্পের পরিচালক গোলাম মোরতেজা বাংলানিউজকে জানান, চীনের সরকারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন কূপটির খনন কাজ শুরু করে।

আগামী বছরের (২০১৭) জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ কূপের খনন কাজ শেষ হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, ১২ হাজার ১৭২ ফুট (৩৭১০  মিটার) গভীর কূপটির খনন শেষ হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করছে। যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩০ ভাগ।

তিতাসের ২৪ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে এ গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৫৯০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল একই প্রকল্পের আওতায় ২৬ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।