ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ শিগগিরই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ শিগগিরই

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি কয়েক দিনের মধ্যেই পূর্নাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়ে এর আগে আমি বক্তব্য দিয়েছি- এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করে দিয়েছিলাম।

কয়েকদিনের মধ্যে পূর্নাঙ্গ প্রতিবেদন হাতে পেলে প্রকাশ করা হবে। চলতি অধিবেশনেই এ ব্যাপারে আমি বক্তব্য দেবো।

বৃহস্পতিবার (২১ জুলাই) সংসদ অধিবেশনে জাতীয় পাটির সংসদ সদস্য (এমপি) ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি দলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের জাল-জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। তবে জাল-জালিয়াতি/অনিয়ম শনাক্তকরণ এবং তা প্রতিরোধের প্রাথমিক দায়িত্ব মূলত ব্যাংকগুলোর উপর বর্তায়।

মন্ত্রী বলেন, ব্যাংকের জাল-জালিয়াতি রোধে এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক তার পরিদর্শন কার্যক্রমকে আধুনিক করার পাশাপাশি আরও শক্তিশালী করেছে।

প্রচলিত পরিদর্শন কার্যক্রমের পরিবর্তে ঝুঁকি ভিত্তিক পরিদর্শন কার্যক্রম পরিচালনার পদক্ষেপ গৃহীত হয়েছে। এতে করে ব্যাংকগুলোর যেকোনো ঝুঁকিপূর্ণ কার্যক্রমকে আগেভাগেই শনাক্ত করে প্রতিকারের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া যাবে।

ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে, যোগ করেন মন্ত্রী।

সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরীর অপর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বহুজাতিক কোম্পানিসমূহের মধ্যে কর ফাঁকির প্রবণতা একটি আর্ন্তজাতিক সমস্যা। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান চুক্তিসমূহ পরিমার্জনের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড পুরাতন দ্বৈতকর পরিহার চুক্তিসমূহ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

তাছাড়া এ সংক্রান্ত আইন ও বিধি-বিধান হালনাগাদের প্রচেষ্টার অংশ হিসেবে ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং আয়কর আইনে সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার বন্ধ ও আন্তঃসীমান্ত কর ফাঁকি রোধের বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনা করে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডে একটি স্বতন্ত্র ট্রান্সফার প্রাইসিং ইউনিট গঠনের প্রস্তাবনা করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসকে/এসই/ওএইচ/এটি

**
খেলাপি ঋণ ২৮ হাজার কোটি টাকা
** তিন ব্যাংকের মুনাফা দেড়শ’ কোটি টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।