ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুখলেসুর রহমানকে সীমান্ত ব্যাংকের এমডি নিয়োগ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
মুখলেসুর রহমানকে সীমান্ত ব্যাংকের এমডি নিয়োগ

ঢাকা: সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মুখলেসুর রহমান। দেশের ৫৭তম ব্যাংক হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে সীমান্ত ব্যাংক লিমিটেড।

দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকে ৩২ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে মুখলেসুর রহমানের। তিনি এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন।

মুখলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ইবিএল, ইউসিবিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি এনএ এবং গ্রিন্ডলেইস ব্যাংকে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মুখলেসুর রহমান।

বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত সীমান্ত ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
পিআর/এমজেএফ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।