ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভের লোপাট অর্থ উদ্ধারে ফিলিপাইনকে নিউইয়র্ক ফেডের অনুরোধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
রিজার্ভের লোপাট অর্থ উদ্ধারে ফিলিপাইনকে নিউইয়র্ক ফেডের অনুরোধ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লোপাট হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে সহায়তা করতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে (বিএসপি) অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড)।  

গত ২৩ জুন বিএসপির জেনারেল কাউন্সেল এলমোর ও. কাপুলেকে চিঠি দিয়ে এ অনুরোধ জানান নিউইয়র্ক ফেডের জেনারেল কাউন্সেল টমাস ব্যাক্সটার।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে লোপাট হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে ‘সব রকমের কার্যকর’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যাক্সটার।

এমনকি ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক যে প্রক্রিয়ায় অর্থ স্থানান্তর করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন নিউইয়র্ক ফেডের জেনারেল কাউন্সেল।

তার চিঠিতে বলা হয়, অর্থ স্থানান্তরে নিরাপত্তা নিশ্চিত করা রিজল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। অথচ তাদেরই কয়েকজন কর্মকর্তার হাত দিয়ে বাংলাদেশ ব্যাংকের অর্থ সরানোর বিষয়টি নিশ্চিত হয়েছে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা করা হয়। এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার সরানো হয় রিজল ব্যাংকে। আর একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ভুয়া এনজিওর নামে সরিয়ে নেওয়ার চেষ্টা হয় ২০ মিলিয়ন ডলার। যদিও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।

রিজল ব্যাংকে যাওয়া অর্থের একটি বড় অংশ চলে যায় জুয়ার টেবিলে। এর মধ্যে দেড় কোটি ডলার এক ক্যাসিনো মালিক ফিলিপাইন সরকারকে ফেরত দেন। বাংলাদেশ সরকার সেই টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে এরইমধ্যে।

এ ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই। তাদের একটি প্রতিবেদনের তথ্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিউইয়র্ক ফেডকে দিতে রাজি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রতিবেদন পেতে কয়েক সপ্তাহ ধরে ‘দেন-দরবার’ করছিল নিউইয়র্ক ফেড। মার্চে ফায়ার আইয়ের দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে রিজার্ভ লোপাটের জন্য তৃতীয় একটি পক্ষকে দায়ী করা হয়।

তবে ওই প্রতিবেদন এবং এবার দেওয়া চিঠির বিষয়ে নিউইয়র্ক ফেড কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। কথা বলেননি বাংলাদেশ ব্যাংকের কেউও।

বিএসপি জানিয়েছে, তদন্তাধীন কোনো বিষয় নিয়ে তারা মন্তব্য করবে না। আর রিজার্ভের লোপাট অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে সব ধরনের সহযোগিতা করার কথা বলেছে রিজল ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।